Principal

1

Noor Naher Yesmeen

ঢাকা সেনানিবাসের মনোরম পরিবেশে অবস্থিত শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ হাঁটি হাঁটি পা পা করে আজ একটি অনন্য স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই প্রতিষ্ঠানটি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের নিকট ইতোমধ্যে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পাচ্ছে। দেশ ও জাতির সেবার ব্রতে উদ্দীপ্ত সুনাগরিক গড়ার জন্য নিরন্তর সচেষ্ট এই শিক্ষা প্রতিষ্ঠান। জ্ঞানচর্চায় শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ নান্দনিক ও ঐতিহাসিক আভিজাত্য নিয়ে এখনো দাঁড়িয়ে রয়েছে আলোকবর্তিকা রূপে। এই পবিত্র প্রাঙ্গণে কৈশোর পেরিয়ে আসা প্রদীপ্ত তারুণ্য খুঁজে পেয়েছে মহিমানিত্ব জীবন লাভের অমৃতসুধা। এই সুধা পান করে অমরত্ব লাভ করেছে অসংখ্য কৃতিজন। এই কলেজ থেকে বহু ছাত্র-ছাত্রী কৃতিত্বের সঙ্গে এইচএসসি পাস করে বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেছে এবং দেশে ও বিদেশে বিভিন্ন পেশায় সুনামের সাথে কাজ করে যাচ্ছে। অন্যান্য খ্যাতনামা প্রতিষ্ঠানেও অ্যালামনাই এসোসিয়েশনের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে কলেজের সার্বিক কর্মকান্ডের পাশাপাশি সামাজিক কর্মকান্ড পরিকল্পনা এবং বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগের উত্তম ও কার্যকর মাধ্যম হলো অ্যালামনাই এসোসিয়েশন, সেই লক্ষ্যে গঠিত হয় এস আর সি সি অ্যালামনাই এসোসিয়েশন। এস আর সি সি অ্যালামনাই এসোসিয়েশন সকল প্রাক্তন শিক্ষার্থীদের একত্রিত করবে আবার যে কোনো সংকটে সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসবে বলে আমার বিশ্বাস। এছাড়া কলেজের সম্মান ও গৌরব বৃদ্ধিতেও অবদান রাখবে এ প্রত্যাশা করছি।

 

শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ অ্যালামনাই এসোসিয়েশন একটি ওয়েবসাইট তৈরি করেছে। যা অ্যালামনাই এসোসিয়েশন এর কর্মকান্ডকে আরো বেগবান করবে এবং সকলের সাথে যোগাযোগ আরও সহজতর হবে। আমি অ্যালামনাই এসোসিশেন এর উত্তরোত্তর সফলতা কামনা করছি।

 

(নূর নাহার ইয়াসমিন)
অধ্যক্ষ
শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ
প্রধান উপদেষ্টা
শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ অ্যালামনাই এসোসিয়েশন।