Students Chief Advisor

1

Muhammad Abul Kashem

ঐতিহ্যের ধারক ও বাহক, শহীদ বীর বিক্রম রমিজ উদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের একজন প্রাক্তন ছাত্র হিসেবে আমি খুবই গর্বিত। দেখতে দেখতে কলেজটি ২৫ বছর পার করে ফেলেছে, এটা একটা আনন্দের বিষয় বটে। কলেজের রজত জয়ন্তীর এই শুভ লগ্নে সবাইকে আমার প্রাণ ঢালা শুভেচ্ছা।

প্রায় ১৩ বছরের পরিশ্রম ও প্রতীক্ষার পর কলেজের প্রাক্তনদের নিয়ে একটি সুন্দর-সুশৃঙ্খল অ্যালামনাই এসোসিয়েশন গঠিত হয়েছে দেখে আমি খুবই উচ্ছ্বাসিত ও আনন্দিত। এই এলামনাই এসোসিয়েশনই প্রাক্তনদের মিলনমেলার একটি সুন্দর প্ল্যাটফর্মে পরিনত হবে বলে আমি দৃঢ় বিশ্বাস করি।

অ্যালামনাই এসোসিয়েশন কলেজের বিভিন্ন উন্নয়ন, সহ-শিক্ষা কার্যক্রম ও নানাবিধ বিষয়ে কলেজ প্রশাসনের সাথে একটি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। ইতোমধ্যে কলেজের অনেক গরীব শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, ভাল ফলাফলে অনুপ্রেরণা দানে ক্রেস্ট বিতরণ করা সহ নানাবিধ কাজ করা হয়েছে ও চলমান রয়েছে এবং এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আমার বিশ্বাস।

সকল প্রাক্তন শিক্ষার্থীদের এই বন্ধন সব সময় অটুট থাকুক সেটা আমি সকলের কাছে আশা রাখি। ধীরে ধীরে শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন কলেজ অ্যালামনাই এসোসিয়েশন একটি বড় সংগঠন হিসেবে পরিচিতি পাবে বলে আমি আশা রাখি। সকল প্রাক্তন শিক্ষার্থীদের একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। সকলের জন্য একটি সুন্দর ও সম্ভাবনাময় জীবনের শুভকামনা থাকলো।

 

এ কে মুরাদ

ছাত্র-ছাত্রী প্রধান উপদেষ্টা 

শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ অ্যালামনাই এসোসিয়েশন