নাম ও পরিচয় ঃ বীর বিক্রম শহীদ রমিজ উদ্দিন, ইবি। পিতা-মৃত পনা উল্লাহ, মাতা- হাজেরা বেগম, গ্রাম- জগন্নাথপুর, ডাকঘর-শায়েস্তাগঞ্জ, থানা-হবিগঞ্জ, জেলা- হবিগঞ্জ।
যোগদান ঃ ১৯৬৬ সালে পাকিস্তান সেনাবাহিনীর সহযোগী প্রতিরক্ষামূলক মুজাহিদ বাহিনীর ৮৮ মুজাহিদ ২য় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বাঙ্গালি সদস্য হিসেবে যোগদান করেন।
বীরত্বসূচক অবদান ঃ তিনি ১৯৭১ সালের ১৬ মে ৩ নং সেক্টরের অধীন হবিগঞ্জ জেলার বালুমারা নামক স্থানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংযোগ সড়কের প্রতিরক্ষায় নিয়োজিত ছিলেন। তাঁর প্লাটুনটি এক পর্যায়ে হানাদার বাহিনী দ্বারা অবরুদ্ধ হয়ে পড়লে তিনি শত্রুব্যূহ ভেদ করে নিজ সদর দপ্তরের উদ্দেশ্যে যাত্রা করেন এবং পথিমধ্যে হানাদার বাহিনীর আরেকটি দল দ্বারা আক্রান্ত হন। পাকিস্তান হানাদার বাহিনীর সাথে তিনি সম্মুখ যুদ্ধে লিপ্ত হন এবং যুদ্ধের এক পর্যায়ে শত্রুর গুলিতে মৃত্যুর কোলে ঢলে পড়েন। মহান স্বাধীনতা যুদ্ধে চরম আত্মত্যাগ, অসীম সাহসিকতা ও বীরত্বসূচক অবদানের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাঁকে মরণোত্তর “বীর বিক্রম” উপাধিতে ভূষিত করেন। তাঁর বীরত্বগাঁথা ও আত্মদানের কথা চির অম্লান থাকবে।
মৃত্যু ঃ ১৯৭১ সালের ১৬ মে তিনি শাহাদাত বরন করেন।