১৯৩৯ সালে প্রতিষ্ঠিত ইউনিট স্কুলটি ১৯৫২ সালে ক্যান্টনমেন্ট বোর্ড কর্তৃক অধিগ্রহণকৃত এবং বিভিন্ন সময় পরিবর্তিত নামে সর্বশেষ শহীদ রমিজ উদ্দিন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উপনিত হয়। ০১ সেপ্টেম্বর ১৯৯৮ সালে শহীদ রমিজ উদ্দিন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাস কলেজ শাখার সূচনায় প্রধান শিক্ষক ছিলেন জনাব মোঃ কবির উদ্দিন (০১/০৯/১৯৯৮ হতে ২২/০৯/১৯৯৯ইং)। শহীদ রমিজ উদ্দিন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (কলেজ ভবন) শুভ উদ্ধোধন করেন তৎকালীন সেনাবাহিনীর প্রধান লেঃ জেনারেল মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, বীর বিক্রম, এন ডি সি, পি এস সি সি। সহকারী অধ্যাপক ড. মোঃ হুমায়ুন কবীর ভারপ্রাপ্ত অধ্যক্ষ এর দায়িত্ব প্রাপ্তির পর ক্রমান্বয়ে প্রতিষ্ঠানের নাম পরিবর্তিত হয়ে পূর্ণাঙ্গ কলেজে রূপান্তরিত হয়। এরই মধ্যে বর্তমান অধ্যক্ষসহ মোট ০৬ জন শিক্ষক কলেজের অধ্যক্ষ হিসেবে বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছেন। বর্তমানে শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের অধ্যক্ষ হিসেবে নূর নাহার ইয়াসমিন (১৯/১২/২০১৭ হতে বর্তমান) সফলতার সাথে দায়িত্ব পালন করছেন।